সাশ্রয়ী দামে ডেস্কটপ পিসি
দেশের বাজারে সাশ্রয়ী দামে কোর-২ ডুয়ো প্রসেসরের ডেস্কটপ পিসি বিক্রি করছে সিস্টেমআই টেকনোলজিস। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিস্টেম আই পিসিতে ২.২০ গিগাহার্টজের কোর-২ ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট র্যাম থাকবে। এর বাইরে ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ও ১৭ ইঞ্চির একটি এলইডি মনিটর থাকবে।
এই ডেস্কটপ কম্পিউটার ৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে। এ ক্ষেত্রে ১ বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। এর বাইরে ২২ হাজার ৫০০ টাকায় কোরআই-৩ ও ২৭ হাজার ৫০০ টাকায় কোরআই-৫ ডেস্কটপ পিসি পাওয়া যাবে। বিস্তারিত www. systemeye.net সাইটে জানা যাবে।