স্টার্টআপবান্ধব রাজস্বনীতি প্রণয়নের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ‘স্টার্টআপবান্ধব রাজস্বনীতি’ শীর্ষক কর্মশালা
ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ আগামী অর্থবছরে স্টার্টআপবান্ধব রাজস্বনীতি প্রণয়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ‘ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপবান্ধব রাজস্বনীতি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সফল স্টার্টআপরা জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি হবে। স্টার্টআপকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপও নিচ্ছে। এর মাধ্যমে দেশে ইনোভেটিভ ইকোসিস্টেম তৈরি হবে। যথাযথ নেতৃত্ব পেলে যেকোনো বাধা অতিক্রম করে তরুণেরা এগিয়ে যাবেন বলে উল্লেখ করেন তিনি।
এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এনআরবির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষসহ প্রমুখ।