গুগল প্লে স্টোর থেকে ১ হাজার কোটিবার (১০ বিলিয়ন) ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে জিমেইলের অ্যানড্রয়েড অ্যাপ। এর আগে মাত্র তিনটি অ্যাপ এ সাফল্য অর্জন করেছে। অ্যাপগুলো হলো গুগল প্লে সার্ভিসেস, ইউটিউব ও গুগল ম্যাপস। কাকতালীয়ভাবে হাজার কোটিবার ডাউনলোড হওয়া চারটি অ্যাপই গুগলের মালিকানাধীন।
২০০৪ সালের এপ্রিলে যাত্রা শুরু করা ই–মেইল অ্যাপটিতে নিয়মিত ফিচার যুক্ত করে গুগল। ফলে ব্যবহারকারীদের কাছে অ্যাপটির গ্রহণযোগ্যতা সব সময় বেশি থাকে। সম্প্রতি অ্যাপটিতে চ্যাটসুবিধা চালু করা হয়েছে, যা কাজে লাগিয়ে অডিও বা ভিডিও কল করা করা যায়।
চ্যাটসুবিধার পাশাপাশি অ্যাপটিতে ই–মেইল বার্তা ফিরিয়ে আনার সময় ৫ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফলে খুব সহজেই ই–মেইল বার্তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া যায়।