হার্লি-ডেভিডসনের প্রথম ইলেকট্রিক বাইসাইকেল বাজারে আসছে
এই প্রথম বৈদ্যুতিক বাইসাইকেল (ই-বাইক) বিক্রি শুরু করছে মার্কিন প্রতিষ্ঠান হার্লি-ডেভিডসন। প্রতিষ্ঠানটির প্রথম মোটরসাইকেল ‘সিরিয়াল নাম্বার ওয়ান’-এর সঙ্গে সেটির মিল আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে শিগগিরই সীমিত পরিমাণে ভিনটেজ ধাঁচের ই-বাইকটির বিক্রি শুরু হবে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।
হার্লি-ডেভিডসন মোটরসাইকেল তৈরির প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও ই-বাইক তৈরির কর্মসূচি হাতে নিয়েছিল। সে কাজে ‘সিরিয়াল ১’ নামে আলাদা একটি প্রতিষ্ঠানও দাঁড় করায়। সে প্রতিষ্ঠানটিই ‘এস১ মশ/ট্রিবিউট’ মডেলের ই-বাইক বাজারজাত করবে। এই মডেলের ৬৫০টি ই-বাইক বিক্রি করা হবে বলে একটি প্রতিবেদনে পাওয়া যায়।
চলতি বছরের শেষ প্রান্তিকে ই-বাইকগুলো বাজারে আসবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে সেগুলো সমানভাবে সরবরাহ করা হবে। দাম ৫ হাজার ৯৯৯ ডলার।
গত বছরের অক্টোবরে চালুর পর একটি ভিনটেজ ই-বাইকের পরীক্ষামূলক সংস্করণ বা প্রোটোটাইপ দেখায় সিরিয়াল ১। এস১ মশ/ট্রিবিউট মডেলটির সুবিধাগুলো সেই প্রোটোটাইপের সঙ্গে অনেকাংশে মিলে যায়।
সিরিয়াল ১-এর প্রদর্শিত প্রথম ই-বাইকটির অনুপ্রেরণা নেওয়া হয় হার্লি-ডেভিডসনের প্রথম মোটরসাইকেল থেকে। সেটি ১৯০৩ সালে বাজারে এসেছিল। সে মোটরসাইকেলটিই ই-বাইক ব্র্যান্ড সিরিয়াল-১ প্রতিষ্ঠার অনুপ্রেরণা।
সিরিয়াল ১-এর ই-বাইকটির সঙ্গে প্রোটোটাইপের মিল থাকলেও প্রোটোটাইপের মতো চমৎকার নয় বলে মনে করছেন অনেকে। তবে ভিনটেজ বাইকের সৌন্দর্য ফিরে পাবে।
‘এস১ মশ/ট্রিবিউট’ মডেলের ই-বাইকের নকশা যেমন
নকশার কথা বললে বাইসাইকেলটিতে সাদা টায়ার, চামড়ার সিট ও গ্রিপ এবং কালো কাঠামো ব্যবহার করা হচ্ছে। হাইড্রোলিক ডিস্ক-ব্রেক থাকবে, সামনে হেডলাইটও আছে।
সিরিয়াল ১-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বৈশ্বিক ই-বাইকের বাজার দেড় হাজার কোটি ডলারের বেশি ছিল বলে মনে করা হয়। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই বাজারে প্রবৃদ্ধি হার থাকবে ৬ শতাংশ।
গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলোও ই-বাইক তৈরিতে মনোযোগী হচ্ছে। প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী ই-বাইক ও মোটরসাইকেল তৈরির প্রকল্প হাতে নিয়েছে বিএমডব্লিউ, ইলেকট্রিক মাউন্টেন বাইক বানাচ্ছে অডি, একটি ইলেকট্রিক স্কুটার দেখিয়েছে মার্সিডিজ-বেঞ্জ, ই-স্কুটার তৈরির প্রতিষ্ঠান স্পিন কিনে নিয়েছে ফোর্ড, আর ইলেকট্রিক মাউন্টেন বাইক তৈরি শুরু করেছে জিপ।