২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা মিলবে অ্যাপে

রাত যতই গভীর হোক অথবা আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন, ২৪ ঘণ্টাই স্বাস্থ্যসেবা দেবে মেডিকো। সার্বক্ষণিক স্বাস্থ্যসেবার এ মডেলটি আধুনিক বিশ্বে খুবই জনপ্রিয়। গত বৃহস্পতিবার আমাদের দেশে এ মডেলটি চালু করেছে ‘মেডিকো বায়ো লিমিটেড’।

যেসব সুবিধা মিলবে

অনলাইনে যেকোনো দিন ২৪ ঘণ্টাই রোগের ধরন অনুযায়ী অডিও বা ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা।

•রোগনির্ণয়ের জন্য ঘরে বসেই প্যাথলজি পরীক্ষার সুযোগ। চাইলে ঘরে বসেই পরীক্ষার ফলাফল সংগ্রহ করা যাবে।

•প্রয়োজনীয় যেকোনো ওষুধ, ফার্স্ট এইডবক্সসহ স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পণ্যও ঘরে বসে কেনা যাবে।

•অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের পাশাপাশি ঘরে নার্সিং ও ফিজিওথেরাপি সেবা।

•বিদেশে উন্নত চিকিৎসার বিভিন্ন তথ্য।

•ইনস্যুরেন্স, দেশের বিভিন্ন প্রান্তে থাকা ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে বিশেষ ছা্ড়ে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ।

মেডিকো বায়ো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা নাজমুল আলম প্রথম আলোকে বলেন,‘২৪ ঘণ্টা অডিও ও ভিডিও কলে চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা মেডিকো অ্যাপটি বাজারে এনেছি। আগামী ৫ আগস্ট পর্যন্ত অ্যাপটির সাহায্যে চিকিৎসকের সঙ্গে বিনা মূল্যে পরামর্শ করা যাবে। দেশের যেকোনো প্রান্ত থেকে, যেকোনো সময় এ সেবা পাওয়া যাবে।’

https://play.google.com/store/apps/details?id=bio.medico.patient থেকে বিনা মূল্যে নামানো যাবে অ্যাপটি। চাইলে ঠিকানা থেকে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।