চীনে আবারও দ্রুততম সুপার কম্পিউটার

আবারও দ্রুততম সুপারকম্পিউটার তৈরি করতে যাচ্ছে চীন। প্রতি সেকেন্ডে এটি এক হাজার কোয়াড্রিলিয়নের বেশি গণনা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সুপারকম্পিউটারটি তৈরি করছে চীনের ন্যাশনাল রিসার্চ সেন্টার অব প্যারালাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটি স্থাপন করা হবে জিনানের ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টারে।

প্রায় দুই কোটি ডেস্কটপ কম্পিউটারের প্রসেসিং ক্ষমতার সমান হবে চীনের নতুন সুপারকম্পিউটার
নতুন সুপারকম্পিউটারটি বর্তমান দ্রুততম সুপারকম্পিউটারের চেয়ে প্রায় ১০ গুণ বেশি গতির হবে
গোটা পৃথিবীর মানুষ যদি ক্যালকুলেটর নিয়ে বসে তবে ৩২০ বছরে যতটুকু গণনা করবে, এই সুপারকম্পিউটার এক মিনিটে তা সারতে পারে
বর্তমান দ্রুততম সুপারকম্পিউটার সানওয়ে তাইহু লাইটও চীনের তৈরি। এদিকে শীর্ষ ৫০০ সুপারকম্পিউটারের ১৬৭টিই চীনের
গ্রন্থনা: মোখলেছুর রহমান, সূত্র: ডেইলি মেইল