শুরু হচ্ছে ডিজিটাল তথ্যপ্রযুক্তি মেলা

রোববার ডিজিটাল আইসিটি ফেয়ারের লোগো উন্মোচন করা হয়।
রোববার ডিজিটাল আইসিটি ফেয়ারের লোগো উন্মোচন করা হয়।

‘সাইবার সিকিউরিটি, দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ স্লোগান নিয়ে ২২ ডিসেম্বর থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৬ (উইন্টার)। ৬ দিনের মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজক কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি। মেলায় প্রযুক্তিপণ্যে বিশেষ ছাড় ও উপহারের ঘোষণা দিয়েছে আয়োজকেরা।

মেলা উপলক্ষে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এর লোগো উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকালোভাবে মেলার আয়োজন করা হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিতে নিয়মিত এ মেলার আয়োজন করা হয়।