কেমন চলছে উইন্ডোজ ১০?

উইন্ডোজ ১০ চালিত পিসি
উইন্ডোজ ১০ চালিত পিসি

বর্তমানে প্রতি মাসে সক্রিয়ভাবে ৫০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ সফটওয়্যারটি ব্যবহৃত হচ্ছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে বিল্ড ২০১৭ শীর্ষক ডেভেলপারদের সম্মেলনে এ তথ্য জানান মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। গত বছরের সেপ্টেম্বর মাসে ৪০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ সক্রিয় থাকার কথা বলেছিল মাইক্রোসফট। অর্থাৎ, গত আট মাসে ১০ কোটি উইন্ডোজ ১০ ব্যবহারকারী বেড়েছে।

অনুষ্ঠানে বেশির ভাগ ঘোষণা ছিল ডেভেলপার-কেন্দ্রিক। এ ছাড়া ভার্চ্যুয়াল সহকারী সফটওয়্যার করটানাকে আরও বেশি উন্নত করতে এইচপি ও ইনটেলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছ বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

রেডমন্ডভিত্তিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমানে ১০ কোটি গ্রাহক মাসিক ভিত্তিতে ব্যবসায়িক কাজে অফিস ৩৬৫ ব৵বহার করছেন। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উৎপাদনশীলতা সেবা। তথ্যসূত্র: এনডিটিভি