স্যামসাং আনছে টাইজেনচালিত 'জেড ফোর'

টাইজেন জেন ৪
টাইজেন জেন ৪

টাইজেনের তৃতীয় প্রজন্মের অপারেটিং সিস্টেমচালিত নতুন স্মার্টফোন ‘জেড ফোর’ আনছে স্যামসাং। নতুন ফোনটি হবে সাড়ে চার ইঞ্চি মাপের। ভারতসহ কয়েকটি নির্দিষ্ট দেশে এ ফোনটি ছাড়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। ফোনটিতে থাকবে এক জিবি র‍্যাম, ২ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। গত শুক্রবার স্যামসাং এ ঘোষণা দিয়েছে। কালো, ধূসর ও সোনালি রঙে এটি বাজারে আসবে। এ ফোনটির দাম এখনো প্রকাশ করেনি স্যামসাং।

স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল বিভাগের প্রেসিডেন্ট ডিজে কোহ বলেন, স্মার্ট মোবাইল যোগাযোগর সুবিধা দিতে গ্রাহক পছন্দের স্মার্টফোন আনা হচ্ছে। জেড ফোর স্মার্টফোনটি সহজ মোবাইল অভিজ্ঞতা দেবে। টাইজেন ইকোসিস্টেম বাড়ানোর বিষয়ে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।
১৪৩ গ্রাম ওজনের ফোনটির পেছনে ডুয়াল এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেল সেন্সর থাকবে। এক সিম ও দুই সিম মডেলে এটি বাজারে আসবে। তথ্যসূত্র: এনডিটিভি।