নোট ৮ ও আইফোন ৮-এর দাম কত হবে?

সম্ভাব্য নোট ৮ ও আইফোন ৮
সম্ভাব্য নোট ৮ ও আইফোন ৮

অনেকেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নোট ৮-এর অপেক্ষায় আছেন। তবে স্যামসাং-ভক্তদের জন্য দুঃখের খবর। নোট ৮ নামের ফ্ল্যাগশিপ ফোনটিতে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের তৈরি আইফোন ৮-এর মতো ফিঙ্গারপ্রিন্ট রিডার ছবি থাকছে না। ফোনটির দাম যতটা কম হওয়ার আশা করা হচ্ছিল, তা হচ্ছে না। 

নাম প্রকাশ না করে স্যামসাং ইলেকট্রনিকসের এক কর্মকর্তার বরাতে দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইট ওসেন জানিয়েছে, তারা ৬৪ জিবি মডেলের নোট ৮-এর খুচরামূল্য জানতে পেরেছে। এর দাম শুরু হবে ১ হাজার ১০০ মার্কিন ডলার থেকে। বর্তমানে বাজারে থাকা ৬৪ জিবি মডেলের গ্যালাক্সি এস ৮ প্লাসের চেয়ে এর দাম ২৫০ মার্কিন ডলার বেশি। এমনকি ২৫৬ জিবি মডেলের আইফোন ৭ প্লাসের চেয়ে ১৩০ মার্কিন ডলার বেশি।
ওসেন দাবি করেছে, নোট ৮-এর একটি ১২৮ জিবি মডেল বাজারে ছাড়বে স্যামসাং, যার দাম আরও বেশি হবে। দাম বাড়ার পেছনে অবশ্য কারণ রয়েছে। বর্তমানে বেশ কিছু যন্ত্রাংশের দাম বেড়ে গেছে।
অ্যাপলের নতুন আইফোনের দামও বেড়ে যাবে। নতুন যে আইফোন বাজারে আসবে, সেটি হবে আইফোনগুলোর মধ্যে সবচেয়ে দামি। এর দাম হবে এক হাজার মার্কিন ডলারের কাছাকাছি। দাম বাড়ার পেছনে ডিসপ্লের সঙ্গে টাচ আইডি যুক্ত করার বিষয় রয়েছে। স্যামসাংয়ে এ প্রযুক্তি থাকছে না।
ওসেনের প্রতিবেদনে বলা হয়, ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি নোট ৮-এর মাইক্রোএসডি সমর্থনের সুবিধা থাকবে। আগামী ২৮ আগস্ট ফোনটির ঘোষণা দিতে পারে স্যামসাং। এর আগে গত বছরের আগস্ট মাসে নোট ৭ বাজারে ছেড়েছিল বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে ব্যাটারিতে আগুন লাগার অভিযোগ ওঠায় ওই ফোনটি বাজার থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল প্রতিষ্ঠানটি।
আগস্টে নতুন স্মার্টফোন ছাড়ায় এটি অ্যাপলের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে এবং স্মার্টফোনের প্রজন্মগত সময়ের পার্থক্য হবে না।
গ্যালাক্সি নোট ৮ হবে স্যামসাংয়ের প্রথম প্রিমিয়াম ডুয়েল ক্যামেরার ফোন, যাতে ৬ জিবি র‍্যাম থাকবে। ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের ইনফিনিটি ডিসপ্লের ফোনটিতে এলাকা ভেদে স্ন্যাপড্রাগন ও এক্সিনোস প্রসেসর ব্যবহৃত হবে।
বাজারে নতুন আইফোন বা গুগলের পিক্সেল ফোনকে টেক্কা দিতে নোট ৮ ছাড়া হলেও এর দাম মানুষের মধ্যে কতটা সাড়া জাগাবে, সেটাই এখন দেখার বিষয়। তথ্যসূত্র: ফোর্বস।