ভিডিও নির্মাতাদের জন্য অ্যাপ আনছে ফেসবুক

ভিডিও নির্মাতাদের জন্য অ্যাপ তৈরি করছে ফেসবুক।
ভিডিও নির্মাতাদের জন্য অ্যাপ তৈরি করছে ফেসবুক।

ভিডিও চিত্রনির্মাতাদের জন্য পৃথক একটি অ্যাপ্লিকেশন আনছে ফেসবুক। এ বছরের শেষ নাগাদ অ্যাপটি উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন ফেসবুকের পণ্য পরিচালক ড্যানিয়েল ড্যানকার।

ফেসবুকের অ্যাপটি ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা তাঁদের সৃজনশীলতা ফেসবুকের নিউজফিডে তুলে ধরতে পারবেন। লাইভ ক্রিয়েটিভ কিটের মতো এ অ্যাপটি ব্যবহার করে পেশাদার মানের ভিডিও চিত্র তৈরি করা যাবে। ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে ভক্তদের পোস্ট করা মন্তব্য, ইমোজিসহ সবকিছু যুক্ত থাকবে অ্যাপটিতে। এ ছাড়া অ্যাপটিতে অ্যানালাইটিকস সুবিধা থাকবে, যাতে ভিডিও-সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।

অবশ্য ফেসবুকের এই ভিডিও পরিকল্পনায় ভিডিও চিত্রনির্মাতারা তাঁদের চেষ্টার জন্য যথেষ্ট অর্থ পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ থাকছে। এ কারণে ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট অধিকার ব্যবস্থাপনাবিষয়ক উদ্যোগ সোর্সথ্রিকে অধিগ্রহণ করেছে। এ প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাস্বত্ব বিষয়টি পর্যালোচনা করবে। কপিরাইট ও ট্রেডমার্ক ভাঙলে ওই প্রতিষ্ঠানটি ব্যবস্থা নেবে। তথ্যসূত্র: এনগ্যাজেটস, গ্যাজেটস নাউ।