অপ্রত্যাশিত মেইল আটকে ফেলুন

আপনি যদি গুগল প্লাস ও জিমেইল ব্যবহারকারী হয়ে থাকেন, গুগল আপনার মেইল অ্যাকাউন্টটিকে স্প্যামের জঞ্জালে পরিণত করতে পারে। আগামী কিছুদিনের ভেতর গুগল নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে, যাতে গুগল প্লাস ব্যবহারকারী এমন যে কেউ চাইলে মেইল পাঠাতে পারবে আপনার জিমেইলে। যেসব গুগল প্লাস ব্যবহারকারী আপনার সার্কেলে নেই, তারা আপনার অনুমতি ছাড়া মাত্র একবারই মেইল করতে পারবে। যদি সেগুলোর জবাব না দেন, তাহলে আপনার আসল মেইল ঠিকানা তারা জানবে না। সার্কেলে থাকা কেউ মেইল করলে সেগুলো আপনার জিমেইলের প্রাথমিক ইনবক্স ট্যাবে এসে জমা হবে।

অপরিচিতি গুগল প্লাস ব্যবহারকারী মেইল পাঠালে জিমেইল সেগুলো ছেঁকে জমা করবে সোশ্যাল ইনবক্স ট্যাবে। যখন আপনি জিমেইলে বার্তা লিখবেন, তখন এই ফিচার প্রাপক হিসেবে গুগল প্লাস ব্যবহারকারীদের নাম স্বয়ংক্রিয়ভাবে প্রস্তাব করবে। গুগল প্লাস ব্যবহারকারীদের আপনাকে মেইল করা থেকে বিরত রাখতে চাইলে জিমেইলের ইনবক্সে প্রবেশ করুন। তারপর ওপরে ডান দিকের কিনারায় সেটিংস আইকনে ক্লিক করে মেনু থেকে সেটিংস অপশনটি নির্বাচন করুন। সেটিংস পেইজ খোলার পর জেনারেল ট্যাবের নিচের দিকে স্ক্রল করলে দেখবেন Email via Google+ নামের একটি অপশন (নতুন এই অপশনটি না পেলে কয়েক দিন পর আবার পরীক্ষা করুন, সব গুগল ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই ফিচার একে একে যুক্ত হচ্ছে)। Who can email you via your Google+ profile-এর মেনু থেকে কয়েকটি সেটিংস পাবেন, যেটি আপনার সুবিধাজনক মনে হবে সেটি নির্বাচন করুন। এখন গুগল প্লাস ই-মেইল পুরোপুরি বন্ধ করতে চাইলে No one অপশনটি নির্বাচন করুন। এবার পেইজটির একেবারে নিচে গিয়ে Save Changes ক্লিক করুন। এরপর জিমেইল আপনাকে ইনবক্সে ফিরিয়ে নিয়ে যাবে। এখন থেকে আপনি গুগল প্লাসের অবাঞ্ছিত মেইল থেকে মুক্ত।

মঈন চৌধুরী