লঞ্চের টিকিট অনলাইনে

উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘আসা যাওয়া’ অনলাইনে লঞ্চের টিকিট বিক্রি করছে।
উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘আসা যাওয়া’ অনলাইনে লঞ্চের টিকিট বিক্রি করছে।

অনলাইনে লঞ্চের টিকিট বিক্রি শুরু করেছে স্টার্টআপ বা উদ্যোক্তা প্রতিষ্ঠান আসা যাওয়া ডটকম। এবার ঈদে ঢাকা, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বগা ও ভান্ডারিয়া রুটের ৫০ টির বেশি লঞ্চের টিকিট অনলাইনে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। টিকিট কাটতে (http://ashajawa.com) লিংকে গিয়ে ই-মেইল ও ফোন নম্বর দিয়ে টিকিট ফরমাশ দেওয়া যাবে।
আসা যাওয়া ডটকমের প্রধান নির্বাহী রিফাত খন্দকার বলেন, অনলাইনে সিট আছে কিনা তা দেখে টিকিট কাটা যাবে। সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। ফরমাশ দিলে ১০ মিনিটের মধ্যে ফিরতি কলে আসন নিশ্চিত করা হবে। ই-টিকিটের পিডিএফ প্রিন্ট কপি নিয়ে গেলে আসন পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।