হাঁটতে হাঁটতে মুঠোফোনে বার্তা?

পথে হেঁটে চলেছেন। পাশাপাশি মুঠোফোনের বোতাম টিপে খুদে বার্তা আদান-প্রদানে ব্যস্ত। এতে করে নিজের ও সহপথচারীর জন্য কী ধরনের ঝুঁকি বয়ে আনছেন, তা কি ভেবেছেন কখনো? গবেষকেরা জানিয়েছেন, এর মাধ্যমে ব্যক্তির সোজা পথে হেঁটে চলার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। হাঁটার স্বাভাবিক ছন্দে পতন ঘটে। আর তা হুমকি তৈরি করতে পারে সহপথচারীর জন্যও। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের গবেষকেরা এ গবেষণা চালান। এর ফল প্রকাশ করা হয়েছে গত বুধবার। এ গবেষণায় ২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে প্রতি তিনজনে একজন জানিয়েছেন, এভাবে বার্তা আদান-প্রদানের সময় তাঁরা দুর্ঘটনায় পড়েছেন। এর মধ্যে রয়েছে পড়ে যাওয়া সামনের কোনো অবকাঠামো বা অন্য কারও সঙ্গে ধাক্কা খাওয়া ইত্যাদি। এএফপি।