গেমিং প্ল্যাটফর্ম 'মাইপ্লে' চালু

‘মাইপ্লে’ নামের গেমিং প্ল্যাটফর্ম চালু করল মোবাইল অপারেটর রবি। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, রেসিং, পাজল, আর্কেড, স্পোর্টস ও স্ট্রাটেজিসহ নানা ধরণের গেম থাকছে প্ল্যাটফর্মটিতে। এ প্ল্যাটফর্ম থেকে অনলাইনে বা গেম ডাউডলোড করে খেলা যাবে। রবি ও এয়ারটেল গ্রাহকেরা অ্যাপ, ওয়াপ বা ওয়েবের মাধ্যমে গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। 

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘মাইপ্লে’ মাইপ্লের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রবি ও গেমিং প্ল্যাটফর্মটির নির্মাতা গ্যাক মিডিয়া।
অনুষ্ঠানে রবির কর্মকর্তারা জানান, মাইপ্লে প্ল্যাটফর্মে ২১ হাজারের বেশি গেম রয়েছে। আন্তর্জাতিক গেম সরবারহকারীদের সঙ্গে চুক্তি ছাড়াও দেশি নির্মাতা ও প্ল্যাটপর্মে যুক্ত আছেন। দেশের গেমপ্রেমীদের সুবিধার্থে এতে বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে। মাইপ্লে সাবস্ক্রাইব করতে দৈনিক ২ টাকা এবং সপ্তাহে ১০ টাকা খরচ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, মার্কেট অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া ও গ্যাক মিডিয়া বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী সাবিরুল হক উপস্থিত ছিলেন।