সেরা উদ্ভাবন

প্রযুক্তিগত অনেক উদ্ভাবন পাল্টে দিয়েছে বিশ্ব, মানুষের জীবনযাত্রা। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির  সর্বকালের সেরা তেমন কিছু উদ্ভাবন নিয়ে এ আয়োজন।

 অ্যামপ্লিফায়ার

চরম মাথাব্যথা তৈরি করে আর পুলিশকে ফোন করতে বাধ্য করে এমন অ্যামপ্লিফায়ারের কথা বলা হচ্ছে না। সংকেতের  শক্তি বাড়ানোর জন্য ব্যবহার হয় এই অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক সার্কিট। সব ধরনের বৈদ্যুতিক ব্যবস্থার শুরুতে এবং শেষে এটি ব্যবহার হয়, যাতে যোগাযোগটা শক্তিশালী হয়। বিশেষ করে, শব্দযন্ত্রে এর ব্যবহার ব্যাপক। মাইক্রোফোন অর্থাৎ যেকোনো ধরনের ইনপুট এবং স্পিকার অর্থাৎ মাঝখানে থাকে বিবর্ধক। ফলে প্রাথমিকভাবে শব্দের যে শক্তি থাকে, তা অ্যামপ্লিফায়ারে বিবর্ধিত হয়ে স্পিকার দিয়ে জোরালো শব্দ হিসেবে বেরিয়ে আসে। তেমন জটিল নয় ব্যাপারটা, সাধারণ জ্ঞান ব্যবহার করেই এটি তৈরি করা হয়েছে। সার্কিটের মধ্য দিয়ে চলার জন্য সংকেত বা সিগন্যালকে বাড়তি শক্তি দেয় এই অ্যামপ্লিফায়ার।

রুহিনা তাসকিন

সূত্র: ডিজিট