ল্যাপটপ বাজারের শীর্ষে কে?

এইচপির ল্যাপটপ
এইচপির ল্যাপটপ

ল্যাপটপ বাজারের ২৪ দশমিক ৩ শতাংশ দখল নিয়ে ২০১৭ সালের বৈশ্বিক নোটবুক বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। এদিকে ৯ দশমিক ৬ শতাংশ বাজার দখল করে তাইওয়ানের ল্যাপটপ নির্মাতা আসুসকে পেছনে ফেলেছে অ্যাপল। গতকাল মঙ্গলবার বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স এ তথ্য প্রকাশ করেছে।

ট্রেন্ডফোর্সের বরাতে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক হিসাবে এইচপির নোটবুক বাজারে আসার রেকর্ড হয়েছে গত বছর। ২০১৭ সালে চার কোটি ইউনিট নোটবুক বাজারে ছেড়েছে এইচপি, যা ২০১৬ সালের চেয়ে সাড়ে ১০ শতাংশ বেশি।

২০১৭ সালে সারা বিশ্বে ১৬ কোটি ৪৭ লাখ ইউনিট নোটবুক বাজারে এসেছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি।

ট্রেন্ডফোর্স নোটবুক বিশ্লেষক কুয়ো-হান সেং বলেন, আঞ্চলিক অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পাশাপাশি উত্তর আমেরিকায় নোটবুকের চাহিদা এ বাজারের জন্য সুফল বয়ে এনেছে।

ম্যাকবুক প্রো মডেলটি হালনাগাদ করে অ্যাপল ২০১৭ সালের পুরোটা সময় ধরে তাদের বাজার বাড়িয়েছে। সব নোটবুক ব্র্যান্ডের মধ্যে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শুধু ম্যাকবুক প্রোর।

২০১৬ সালের তুলনায় অ্যাপলের ১ দশমিক ৩ শতাংশ বাজার বেড়ে ৯ দশমিক ৬ শতাংশ হওয়ায় তারা আসুসকে ছাড়িয়ে যায়। অ্যাপল চতুর্থ স্থানটি দখল করেছে।

আসুসের দখলে বাজারে সাড়ে ৯ শতাংশ।

২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে লেনোভোর ল্যাপটপের বাজার দখল ৪ দশমিক ৯ শতাংশ কমেছে। বর্তমানে ২০ দশমিক ২ শতাংশ দখল নিয়ে ল্যাপটপ বাজারের দ্বিতীয় অবস্থানটি লেনোভোর।

১৫ দশমিক ২ শতাংশ বাজার দখল নিয়ে ল্যাপটপ বাজারের তৃতীয় অবস্থানে রয়েছে ডেল।

ক্রোমবুক ল্যাপটপ বাজার বাড়ছে এসারের। উত্তর আমেরিকায় তাদের বাজার বড় হচ্ছে। এসারের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০১৮ সালে শীর্ষ ছয় ল্যাপটপ ব্র্যান্ড মিলে বাজারের ৮৯ দশমিক ১ শতাংশ দখল করবে। এতে অন্যান্য ব্র্যান্ডের জন্য বাজার দখল করার সম্ভাবনা কম।

অন্যদিকে, শাওমি ও হুয়াওয়ে চীনের বাজারে তাদের প্রবৃদ্ধি ধরে রেখেছ। কিন্তু আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থান পরিষ্কার নয়।