সলিউশন-৯-এ ফ্রিল্যান্সিং বিষয়ে কোর্স

সলিউশন-৯-এর লোগো
সলিউশন-৯-এর লোগো

ফ্রিল্যান্সিং ও ওয়েব ডিজাইনবিষয়ক কোর্স চালু করেছে প্রশিক্ষণ সেবাদাতা প্রতিষ্ঠান সলিউশন-৯। কোর্সগুলো শিক্ষার্থী, চাকরিজীবীসহ সবার শেখার জন্য উন্মুক্ত। ৭৫ ঘণ্টার এ কোর্সে বেসিক এইচটিএমএল অ্যান্ড এচটিএমএল ৫, সিএসএস ৩, বুটস্ট্রেপ ফর রেস্পন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, অ্যাজাক্স অ্যান্ড জেসন, ফাংশনাল প্রোগ্রামিং অ্যান্ড বেসিক এলগারিদম, ওয়ার্ডপ্রেস বেসিক অ্যান্ড অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজশেন, পিএচপি, মাইএসকিউএল অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডিবাগিং প্রসেস প্রভৃতি বিষয়ে শেখানো হবে। 

সলিউশন-৯-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সহজে শেখার ব্যবস্থা, মার্কেটপ্লেসে কাজ করার সুযোগসহ নানা সহযোগিতা করা হবে শিক্ষার্থীদের। বিস্তারিত জানা যাবে (http://www.training.solution9.com/) লিংকে।