আড়ি পাতছে গুগল?

ভয়েস কমান্ডে চলা ডিজিটাল সহকারী বেশ কাজের। সন্দেহ নেই। কিন্তু নির্দেশের অপেক্ষায় ২৪ ঘণ্টা আড়ি পেতে থাকে। সমস্যাটা সেখানেই। অনেক ব্যবহারকারী দুশ্চিন্তায় থাকেন, কখন তাঁর গোপনীয়তা ফাঁস হয়ে যায়। একই দুশ্চিন্তা যদি আপনার মনেও উঁকি দেয় তবে জেনে রাখা ভালো, গুগলের সুবিধাটি চাইলেই বন্ধ রাখা যায়। অ্যান্ড্রয়েডের জন্য তিনটি ধাপে কাজটি করতে পারেন।

প্রথমে OK Google ডিটেকশন বন্ধ করুন

• স্মার্টফোনের সেটিংসে গিয়ে গুগল নির্বাচন করুন

• Services অংশে Search-এ স্পর্শ করুন

• এখানে Voice-এ ক্লিক করুন

• ‘ভয়েস ম্যাচ’ কিংবা ‘ওকে গুগল ডিটেকশন’ নামে অপশন দেখতে পাবেন। নির্বাচন করুন

• Say “OK Google” any time অপশন বন্ধু করুন

গুগল অ্যাকাউন্ট থেকে ভয়েস হিস্ট্রি বন্ধ করুন

• গুগলের অ্যাকটিভিটি কন্ট্রোল পেজে গিয়ে লগইন করুন ( ঠিকানা: goo.gl/1g8L9R)

• খানিকটা নিচেই Voice & Audio Activity পাবেন

• স্লাইডার বন্ধ করে দিলেই গুগলে অ্যাকাউন্ট থেকে ভয়েস রেকর্ডিং বিচ্ছিন্ন হয়ে যাবে

চাইলে ফোনের গুগল অ্যাকাউন্ট থেকে মাইক্রোফোন ব্লক করে রাখতে পারেন

• আবারও সেটিংস চালু করে Apps & notifications নির্বাচন করুন

• See all X apps নির্বাচন করলে ইনস্টল করা সব অ্যাপের তালিকা দেখাবে

• তালিকা থেকে গুগল অ্যাপ খুঁজে নিন

• Permissions নির্বাচন করে Microphone স্লাইডার নিষ্ক্রিয় করে দিন

সূত্র: মেক ইউজ অব