এল এইচপির বিশেষায়িত প্রিন্টার

এইচপি ডিজাইনজেট প্রিন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি ও ইউনিক বিজনেস সিস্টেমের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।
এইচপি ডিজাইনজেট প্রিন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি ও ইউনিক বিজনেস সিস্টেমের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

দেশের বাজারে এইচপি ডিজাইনজেট প্রিন্টার নিয়ে এল ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত প্রিন্টারটি কাজে লাগবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন প্রিন্টারটি সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচপির কান্ট্রি বিজনেস ম্যানেজার (এসজি/এইসি/সিএলএম/পিকে ডিজাইনজেট) সাশিকা ভিশান বলেন, এইচপি ডিজাইনজেট প্রিন্টার বড় ফরম্যাটে প্রিন্টিং করতে পারে। এতে লার্জ ফরমাট প্রিন্টার পিগমেন্ট লিংকের সঠিক কালার ও পেটেন্টেড হিউলেট প্যাকার্ড স্পেকট্রোফটোমিটার প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে ডিটেইলড ম্যাপস ও ছবি প্রিন্ট করা যেতে পারে।

ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল হাকিম বলেন, এইচপি বাংলাদেশে পরিচিত নাম। প্রযুক্তিগত দিক থেকে বিশ্ববাজারে এ পণ্যের যথেষ্ট সুনাম রয়েছে। ইউনিক বিজনেস সিস্টেম দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশনে রূপান্তরে পণ্য নিয়ে কাজ করে। দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রিন্টারের চাহিদা আছে।