'সেলফ প্রটেক্ট' অ্যাপ উদ্বোধন

মেহেরপুরে সেলফ প্রটেক্ট অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত।
মেহেরপুরে সেলফ প্রটেক্ট অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত।

নাগরিক নিরাপত্তা, জরুরি সাহায্য ও অপরাধ দমনে সাহায্যকারী মোবাইল অ্যাপ ‘সেলফ প্রটেক্ট’-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অ্যাপের উদ্বোধন করা হয়।

অ্যাপটি তৈরি করেছেন সাদ্দাম হোসেন। তিনি জানান, অ্যাপটি ব্যবহার করে নিরাপত্তাবিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন ব্যবহারকারীরা। স্মার্টফোনে সেলফ প্রটেক্ট অ্যাপ চালু থাকলে বিপদের সময় ফোনের পাওয়ার বাটনটি পরপর তিন-চারবার চাপ দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য, বন্ধু ও পরিবারের কাছে অবস্থানসহ প্রয়োজনীয় বার্তা যাবে। ফোনে পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংকের অবস্থান জানার সুবিধা আছে।

অ্যাপটি উদ্বোধন করে জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, জননিরাপত্তায় সেলফ প্রটেক্ট অ্যাপ ভূমিকা রাখতে পারে। অ্যাপটি ব্যবহারের জন্য সবাইকে বলা হবে।

অ্যাপ উদ্বোধনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল, মুজিবনগরের ইউএনও নাহিদা আকতার, মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান প্রমুখ।