২০২১ সালের মধ্যে ৯০ শতাংশ সেবা অনলাইনে আসবে: পলক

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ই-গভর্নেন্সের পরিধি বাড়ছে। বর্তমানে শতাধিক সরকারি সেবা অনলাইনের আওতায় এসেছে। ২০২১ সালের মধ্যে ৯০ শতাংশ সেবা অনলাইনের আওতায় আসবে। গতকাল মঙ্গলবার এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে ‘হাউ টু ম্যানেজ ডিজিটাল সিটিজেন সেন্ট্রিক ই-গভর্নেন্স?’ শীর্ষক প্যানেল আলোচনায় এ কথা বলেন তিনি। এস্তোনিয়ায় দুই দিনব্যাপী সম্মেলনে এ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, নয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ১০ লাখের কম। এখন তা আট কোটি ছাড়িয়েছে।

ই-গভর্নেন্স প্রসঙ্গে পলক বলেন, দেশের তিন ধরনের মানুষকে লক্ষ্য করে সেবা বাড়ানো হচ্ছে। ইন্টারনেট যুগে জন্ম নেওয়া প্রজন্ম, ইন্টারনেটে মানিয়ে নেওয়া প্রজন্ম আর ইন্টারনেটবিমুখ প্রজন্ম। ইন্টারনেটবিমুখ প্রজন্মকে সেবা দিতে পাঁচ হাজার ডিজিটাল সেন্টার তৈরি হয়েছে। এ ছাড়া সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগে আলাদা আলাদা অনলাইন সেবা চালু হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এস্তোনিয়ার প্রেসিডেন্ট কার্সটি কালজুলেইদ বলেন, ‘বর্তমানে বিশ্বের ৪০০ কোটির বেশি মানুষ অনলাইনের সংযুক্ত এবং মানুষ এখন গড়ে ছয় ঘণ্টারও অধিক সময় অনলাইনে ব্যয় করে। এ জন্য জনগণকে আমরা ডিজিটাল সিটিজেন হিসেবে গণ্য করছি।’

অনলাইনেই সব ধরনের সরকারি সেবা দেওয়ার মাধ্যমে কার্যকরভাবে ই-গভর্নেন্স নিশ্চিত করতে বিশ্ববাসীর একযোগে কাজ করার আহ্বান জানান এস্তোনিয়ার প্রেসিডেন্ট।

দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী সেশনের প্যানেল আলোচনায় সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী এলেন চ্যাস্টনেট, স্মার্ট কাতালোনিয়া, স্পেনের পরিচালক ড্যানিয়েল মার্কো অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম ডিরেক্টর অব স্মার্ট গভর্নমেন্ট, ইজিএর (এস্তোনিয়ান গভর্নমেন্ট একাডেমি) লিনার ভিক।