তথ্যপ্রযুক্তি বিষয়ে তিন হাজার জনকে প্রশিক্ষণ দেবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত।
তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন কালিয়াকৈর হাই-টেক পার্কের (এবং অন্যান্য হাই-টেক পার্ক) উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের বিভিন্ন কোর্সের অধীনে প্রায় তিন হাজার জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

হাই-টেক পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া ছাড়াও প্রশিক্ষণ সুবিধা সৃষ্টির জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মূলত সফটওয়্যার শিল্পের সঙ্গে সম্পর্কিত লোকবলকে প্রশিক্ষণ দেওয়া হবে।

কালিয়াকৈর হাই-টেক পার্কের (এবং অন্যান্য হাই-টেক পার্ক) উন্নয়ন প্রকল্পের পরিচালক এন এম সফিকুল ইসলাম (যুগ্ম সচিব) বলেন, প্রশিক্ষণের লক্ষ্যই হলো হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্কে স্থাপিত বা অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানের জনবলের সক্ষমতা বৃদ্ধি করা। তাই আমরা আইটি/আইটিইএস সেক্টরের চাহিদার ভিত্তিতে ৪১টি বিষয়ের প্রশিক্ষণ কোর্স কারিকুলাম নির্ধারণ করেছি।

কালিয়াকৈর হাই-টেক পার্কের (এবং অন্যান্য হাই-টেক পার্ক) উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসমাউল হুসনা বলেন, আইটি/আইটিইএস খাতের চাহিদার ভিত্তিতে প্রকল্পের ‘ওয়ার্কফোর্স ট্রেনিং’-এর আওতায় কোর্স কারিকুলাম নির্ধারণের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে সম্প্রতি দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। তাতে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিস, বাক্য, বিসিএসসহ বিভিন্ন কারিগরি বিশ্ববিদ্যালয়, আইটি/আইটিইএস প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান, বিসিসির এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাতে প্রশিক্ষণের কোর্সগুলোকে সফট স্কিল, কোর স্কিল ও অ্যাডভান্সড স্কিল হিসেবে ভাগ করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিতব্য অ্যাডভান্সড স্কিল গ্রুপের আওতায় কোর্স কারিকুলাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

কালিয়াকৈর হাই-টেক পার্কের (এবং অন্যান্য হাই-টেক পার্ক) উন্নয়ন প্রকল্পের উপপরিচালক মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের পরিচালক গোরী শংকর ভট্টাচার্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের যুগ্ম সচিব মো. রেজাউল মাকছুদ, হাই-টেক পার্কের সিলেট (সিলেট ইলেকট্রনিক সিটি) প্রকল্পের পরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রমুখ।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের প্রশিক্ষণে সুযোগ দেওয়া হবে। নারীদের জন্য ৩০ শতাংশ জায়গা রাখা হবে। প্রশিক্ষণ নিতে হলে স্নাতক পাস হতে হবে।