গান গাও, ভাড়া মেটাও

বিনা মূল্যে ট্যাক্সি সেবা পাওয়া গেলে খারাপ লাগার কথা নয়। অবশ্য ঠিক বিনা মূল্যেও নয়, যাত্রার বিনিময়ে চালককে শোনাতে হবে গান। ফিনল্যান্ডের সংগীত উৎসব ‘রুইসরক’-এ আগতদের এমন ট্যাক্সি সেবা দিচ্ছে ফরটাম। নরডিক অঞ্চলে বৈদ্যুতিক গাড়ির জন্য দুই হাজারের বেশি চার্জিং স্টেশনের নেটওয়ার্ক চালিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

মূল ঘটনা হলো, বৈদ্যুতিক ট্যাক্সিগুলো পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি যে নিঃশব্দে চলে, তা-ই জানাতে চাই ফরটাম। ভেতরটা এতটাই নিশ্চুপ যে নির্বিঘ্নে গান গাইতে গাইতে যাওয়া যায়। গাড়িতে ট্যাবলেট কম্পিউটারে নিজের পছন্দমতো গান নির্বাচন করে দিলে পর্দায় লিরিক দেখাবে। কারাওকের মাধ্যমে গাইতে হবে গান। ফিনল্যান্ডের টারকুতে চলমান রুইসরক উৎসবটি শেষ হবে আজ।

ট্যাক্সি সেবাতে ব্যবহৃত বিএমডব্লিউ আইথ্রি গাড়িগুলোতে ইঞ্জিনের কোনো শব্দ হয় না। ফলে পছন্দমতো গানের সুরে হারিয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই। আর যদি চালকের কপালে বেসুরো যাত্রী জোটে? সে ক্ষেত্রে সমবেদনা জানানো ছাড়া কিছুই করার নেই। মারিফুল হাসান, সূত্র: ম্যাশেবল