প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সফটওয়্যার সেবা দেবে ইরা ইনফোটেক

ইরা ইনফোটেক ও সিভিসিএফএলের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
ইরা ইনফোটেক ও সিভিসিএফএলের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সেবা দিতে কাজ করছে দেশীয় সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ইরা ইনফোটেক। সম্প্রতি সফটওয়্যার সেবা দিতে সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (সিভিসিএফএল) নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ইরা কর্তৃপক্ষ। ইরার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, সিভিসিএফএলের মূল সফটওয়্যার, ঋণ, এইচআর অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেমসহ বিভিন্ন সেবা দেবে ইরা। এতে সিভিসিএফএল সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিভিসিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, ইরা ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।