ফলাহারীর ভালো স্মৃতিশক্তি

.
.

ফলমূল খাওয়ার ফলে প্রাণীর স্মৃতিশক্তি বাড়ে। এতে কোনো স্থানের তথ্য বেশি দিন মনে রাখা যায়। নিশাচর প্রাণী লেমুর (মুখের গঠন শিয়ালের মতো কিন্তু শরীরের আকৃতি বানরের মতো) ওপর গবেষণা করে এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় ও ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। অ্যানিমেল কগনিশন সাময়িকীতে ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকেরা ৬৪টি লেমুরের ওপর দুই ধাপে গবেষণা করেন। এই প্রাণী গাছের পাতা, ঘাস, ফুল, মধু, বিচি ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। গুপ্তস্থান থেকে খাবার খুঁজে বের করতে লেমুরদের দক্ষতা পরীক্ষা করে দেখা হয়। ফলাহারই তাদের ওই দক্ষতার কারণ বলে চিহ্নিত করেন গবেষকেরা। ইউরেকাঅ্যালার্ট।