অনলাইনে ফরমাশ দেওয়া যায় ক্ষীরমোহন

দেশে দিন দিন ই-কমার্স জনপ্রিয় হচ্ছে। অনলাইনে পাওয়া যাচ্ছে বিভিন্ন জিনিস। সম্প্রতি কুড়িগ্রাম জেলার প্রসিদ্ধ উলিপুরের ক্ষীরমোহন মিষ্টি অনলাইনে বিক্রি করছেন কয়েকজন তরুণ উদ্যোক্তা। এ মিষ্টি অনলাইনে ফরমাশ দিলে ঢাকায় ২৪ ঘণ্টার মধ্যে বাসায় পৌঁছে দিচ্ছেন তাঁরা।

ক্ষীরমোহন ডটকমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ই-কমার্স খাতের প্রসারে ও ঐতিহ্যবাহী মিষ্টি সবার কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্ষীরমোহন ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রূপম রাজ্জাক বলেন, তথ্যপ্রযুক্তির যুগে এখন সবাই ঘরে বসে দেশের বিভিন্ন এলাকার বিখ্যাত খাবার পেতে চান। ঢাকার মানুষের জন্য উলিপুরের ক্ষীরমোহন অনলাইনে বিক্রি করছেন তাঁরা। সর্বনিম্ন দুই কেজি ক্ষীরমোহন ফরমাশ নেন তাঁরা।

গোয়ালন্দের সুধীর সরকার ১৯৫৮ সালে উলিপুরে এসে ক্ষীরমোহন তৈরি শুরু করেন। এরপর উলিপুরের বিভিন্ন দোকানে তৈরি হতে থাকে এ মিষ্টি। ক্ষীরমোহনের তথ্য www.khirmohon.com সাইট থেকে জানা যাবে।