অ্যান্ড্রয়েডের জিমেইল সংস্করণে এল 'আনডু সেন্ড' ফিচার

জিমেইল ফর অ্যান্ড্রয়েড
জিমেইল ফর অ্যান্ড্রয়েড

একটু বেখেয়াল হলেই সর্বনাশ। কাকে মেইল পাঠাতে গিয়ে কাকে পাঠিয়ে বসেন! এমন ভুল অনেকেরই হতে পারে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল জিমেইলের দারুণ একটি ফিচার চালু করল, যাতে হুটহাট মেইল পাঠাতে গিয়ে লজ্জায় পড়তে হবে না। জিমেইলের অ্যান্ড্রয়েড সংস্করণে এল ‘আনডু সেন্ড’। এটি ২০১৫ সাল থেকে ডেস্কটপের জিমেইল সংস্করণে ছিল। জিমেইল ফর অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণে এ ফিচার আসতে যাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ ও অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জিমেইল ফর অ্যান্ড্রয়েডের ভার্সন নম্বর হবে ৮.৭।

দ্য ভার্জ জানিয়েছে, ফিচারটি মূলত কোনো মেইল পাঠানো হলে তা পাঠাতে কিছুটা দেরি করার কারণে ব্যবহারকারীকে মেইল পাঠানো বন্ধ করার সুবিধাটি দেয়। ভুল করে মেইল পাঠিয়ে ফেললে ১০ সেকেন্ডের মধ্যে তা আবার ফেরত আনার সুবিধা দেয় এটি।

আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গুগল ইনবক্স অ্যাপে সুবিধাটি আছে। কিন্তু যাঁরা অফিশিয়াল জিমেইল মোবাইল গ্রাহক, তাঁদের জন্য সুবিধাটি ছিল না।