নেপালে শুরুতে বাইকে সেবা দেওয়া হবে

বাংলাদেশে অ্যাপের মাধ্যমে বাইক, কার ও খাবার সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও এবার নেপালে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। দেশি রাইড শেয়ারিং স্টার্টআপ হিসেবে এটাই কোনো প্রতিষ্ঠানের বিদেশে কার্যক্রম শুরু করার ঘটনা। পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেবে তারা।

পাঠাওয়ের বিপণন ব্যবস্থাপক নাবিলা মাহবুব জানান, নেপালে অফিস ও কর্মী নেওয়া হয়েছে। সেখানে শিগগিরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে পাঠাও। শুরুতে বাইক রাইড সেবা দিতে যাত্রা শুরু হবে।

এর আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে নেপালে যাত্রা শুরু করার কথা জানায় পাঠাও। তাতে বলা হয়, পাঠাও শিগগিরই নেপালে কাজ শুরু করবে। পাঠাও ইতিমধ্যে কর্মী নিয়েছে।

নেপালের টেকলেখ ডটকম বলেছে, নেপালে পাঠাওয়ের কার্যক্রম শুরু হচ্ছে। পাঠাও দেশটিতে রাইডার নিয়োগ দিচ্ছে। দেশটিতে #MovingNepal স্লোগানে নেপালের ইকোসিস্টেমে কাজ শুরু হচ্ছে। নেপালে যাত্রা করার মাধ্যমে পাঠাওয়ের আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।

২০১৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে পাঠাওয়ের কার্যক্রম শুরু হয়। এতে অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেল রাইডার ডাকা যায়। পরে পাঠাও ফুড ও পাঠাও কার এনেছে প্রতিষ্ঠানটি।

ইন্দোনেশিয়াভিত্তিক ট্রান্সপোর্ট সিস্টেম প্রতিষ্ঠান গো-জেকসহ বিভিন্ন দেশের কয়েকটি কোম্পানি পাঠাওয়ে বিনিয়োগ করেছে। পাঠাওয়ের অর্থমূল্য ৮২০ কোটি টাকা ছাড়িয়েছে।