এক বছরের মধ্যে সারা দেশে থ্রিজি নেটওয়ার্ক

আগামী এক বছরের মধ্যে জেলা, দুই বছরের মধ্যে উপজেলা, চার বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগ ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। এক বছরের মধ্যে সারা দেশে থ্রিজি মোবাইল নেটওয়ার্ক চালু হবে এবং ২০১৬ সালের মধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবেল যুক্ত হবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ এসব কথা বলেন। খবর বিজ্ঞপ্তির।
‘আইসিটি, শিক্ষা এবং কর্মসংস্থান’ শীর্ষক এ সভায় প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে আমরা সুনাগরিক পাব। মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুনূর রশীদ, আমার দেশ আমার গ্রামের পরিচালক সাদেকা হাসান। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদের সভাপতি আবদুল্লাহ আল ইমরান। সভায় ‘তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা’ এবং ‘শিক্ষা নীতিমালা’ নিয়ে আলোচনায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী।