আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতার কর্মশালা শুরু

বিশ্বজুড়ে এখন স্কুল পর্যায়েই গণিত, বিজ্ঞান, গান, ভাষার পাশাপাশি কোডিং শেখা গুরুত্ব পাচ্ছে। আর তাই, দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তোলা ও তাদের দক্ষতা যাচাইয়ের জন্য শুরু হচ্ছে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা’। স্কুল ও কলেজ—দুটি বিভাগে প্রতিযোগিতা আয়োজিত হবে। ২১ অক্টোবর অনুষ্ঠেয় অনলাইনে বাছাই প্রতিযোগিতার আগে দেশের আটটি অঞ্চলে প্রোগ্রামিং কর্মশালার আয়োজন করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রংপুরের শিশুনিকেতন উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালার মাধ্যমে এ আয়োজন শুরু হয়েছে। আজ ৫ অক্টোবর রাজশাহী কলেজিয়েট স্কুল এবং ১১ অক্টোবর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আয়োজন করা হবে। এ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও খুলনায় আঞ্চলিক কর্মশালার তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। বিস্তারিত: www.prothomalo.com/iscpc। বিজ্ঞপ্তি