ভুয়া খবর ফেসবুকের জন্য 'হুমকি'

ফেসবুক
ফেসবুক

ভুয়া খবরকে ফেসবুক তাদের প্ল্যাটফর্মে ‘অস্তিত্ব-হুমকি’ হিসেবে তালিকাভুক্ত করে গত সোমবার বিষয়টি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। মার্কিন এ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের পক্ষ থেকে বলা হয়, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ভুয়া খবর ও তথ্যের বিরুদ্ধে লড়াই করতে বড় আকারের দল গঠন করেছেন। পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকের নিউজ পার্টনারশিপ বিভাগের প্রধান মনীশ খানদুরি বলেন, ‘প্ল্যাটফর্মে হুমকি হয়ে আছে ভুয়া খবর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ভুয়া খবর ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে ফেসবুক। পর্নোগ্রাফির মতো যদি কোনো পোস্ট কমিউনিটির মানদণ্ড ভঙ্গ করে, এর জন্য শক্তিশালী প্রক্রিয়া আছে এবং তা দ্রুত নামিয়ে দেওয়া হয়। কিন্তু কেউ যখন কোনো পোস্টকে কোনো দলের রাজনৈতিক প্রচার বলে দাবি করে, তখন আমরা সন্দেহের বশে কিছু করতে পারি না।’

ভারতের নয়াদিল্লিতে বিবিসি আয়োজিত বিয়ন্ড ফেক নিউজ শীর্ষক সম্মেলনে ফেসবুকের প্রতিনিধি ছাড়াও টুইটার ও গুগলের প্রতিনিধিরা অংশ নেন।

গুগল নিউজ ল্যাবের প্রধান আইরিন জে লিউ বলেন, ‘ভুয়া তথ্য শনাক্ত করার ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা নির্দিষ্ট কিছু প্যারামিটার সেট করে দিই। পরে তা ফ্যাক্ট চেকিং এজেন্সি যাচাই–বাছাই করে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন জরুরি।’

টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের বৈশ্বিক প্রধান বিজয়া গ্যাডে বলেন, ‘আমাদের মতো একক কোনো প্রতিষ্ঠানকে কোনটি সত্য বা কোনটি মিথ্যা, তা যাচাইয়ের ভার দিতে চান? এটা দারুণ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’