বিশ্বব্যাপী বাড়বে স্মার্টওয়াচের চাহিদা

স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ

বিশ্বজুড়ে ওয়্যারেবল ডিভাইস বা পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছে। এর মধ্যে সবেচয়ে বেশি চাহিদা থাকবে স্মার্টওয়াচের। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে সাড়ে ২২ কোটি ওয়্যারেবল ডিভাইস বিক্রি হবে। যা ২০১৮ সালে বিক্রি হওয়া স্মার্টওয়াচের থেকে ২৫ দশমিক ৮ শতাংশ বেশি। ২০১৯ সালে সারা বিশ্বের গ্রাহক ওয়্যারেবল ডিভাইস কিনতে খরচ করবেন মোট চার হাজার ২০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে স্মার্টওয়াচ কিনতে খরচ হবে এক হাজার ৬২০ কোটি মার্কিন ডলার।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আপাতত স্মার্টওয়াচের বিক্রি বাড়লেও ২০২১ সালের পর থেকে আবার কমতে শুরু করবে স্মার্টওয়াচ বিক্রি। ২০১৮ সালে একটি স্মার্টওয়াচের দাম ২২১ দশমিক ৯৯ মার্কিন ডলার থেকে কমে ২০২২ সালে তা হবে ২১০ মার্কিন ডলার। যন্ত্রাংশের দাম কমার কারনেই কমবে স্মার্টওয়াচের দাম।

২০১৯ সালে সাদ দশমিক ৪ কোটি স্মার্টওয়াচ বিক্রি হবে বলে পূর্বাভাস দিয়েছে গার্টনার। অর্থাৎ, আগামী বছর সব ওয়্যারেবেল ডিভাইসের মধ্যে বিক্রিতে এক নম্বরে থাকবে স্মার্টওয়াচ।

গার্টনারের জ্যেষ্ঠ পরিচালক আলান আটিন বলেন, প্রচলিত ঘড়ির ব্র্যান্ড যেমন ক্যাসিও এবং ফসিল তাদের পোর্টফোলিওতে আরও নতুন পণ্য যুক্ত করবে। ফ্যাশন পণ্য হিসেবে ২০২২ সালে প্রচলিত ঘড়ির ব্র্যান্ডগুলো বাজারের ২০ শতাংশ দখল করবে।

গার্টনার বলছে, ২০২২ সাল থেকে হিয়ারেবল ডিভাইসের চাহিদা বাড়বে। অ্যাপলের এয়ারপড কিংবা প্ল্যানট্রনিকসের ব্যাকবিট ফিটের মতো ডিভাইস বাজার দখল করবে।