বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মরিয়া ফেসবুক

ফেসবুক
ফেসবুক

ফেসবুক কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের কাছ থেকে ৯০০ কোটি মার্কিন ডলারের শেয়ার কিনে নেওয়ার (বাই ব্যাক) পরিকল্পনা করছে। এতে প্রতিষ্ঠানটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি প্রাইভেসি নিয়ে উদ্বেগ ও তথ্য বেহাত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকের শেয়ারের দাম কমে গেছে। এতে আস্থাহীনতায় ভুগছেন প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীরা।

চলতি বছরের জুলাই মাসে ফেসবুক কর্তৃপক্ষ ধীরগতির প্রবৃদ্ধি ও কম মুনাফার পূর্বাভাস দেওয়ার পর থেকে ফেসবুকের শেয়ারের দাম ৪০ শতাংশ কমে গেছে। এর বাইরে ফেসবুকের মূল সাইটের ব্যবহারকারী বাড়ছে না। তাই ফেসবুককে নতুন ধরনের ব্যবসার মডেলের সন্ধান করতে হচ্ছে। এ ছাড়া ব্যবহারকারীর তথ্য ব্যবস্থাপনা নিয়ে কেলেঙ্কারির মুখে পড়েছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৭ সাল থেকে তাদের ১ হাজার ৫০০ কোটি ডলারের শেয়ার বাই ব্যাক করার সিদ্ধান্তে অনুমোদন দেয় বোর্ড। এর বাইরে আরও ৯০০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার বাই ব্যাক করার অনুমোদন এসেছে গতকাল শুক্রবার। এতে গতকাল ফেসবুকের শেয়ারের দাম ১ দশমিক ৪ শতাংশ বাড়তে দেখা যায়।