৫জি চিপসেট আনল মিডিয়াটেক

মিডিয়াটেক চিপসেট
মিডিয়াটেক চিপসেট

স্মার্টফোনের জন্য ৫জি নেটওয়ার্কের উপযোগী হেলিও এম ৭০ চিপসেট আনল মিডিয়াটেক। সম্প্রতি চীনের গুয়াংজু প্রদেশে আয়োজিত এক অনুষ্ঠানে এ চিপসেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগে তাইওয়ানে এক অনুষ্ঠানে প্রথম সামনে এসেছিল হেলিও এম ৭০। ৫জি ছাড়াও টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কে কাজ করবে নতুন এই মোবাইল চিপসেট।

নতুন এ চিপসেটে সাত ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করেছে মিডিয়াটেক। এতে আছে এআরএম কর্টেক্স-এ ৫৩ প্রসেসর, ডুয়েল ক্যামেরা সমর্থন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন। আগামী বছরের মধ্যে দেশটিতে চায়না মোবাইলের সঙ্গে ৫জি নেটওয়ার্ক প্রসারে কাজ করবে মিডিয়াটেক। এর বাইরে হুয়াওয়ে, নকিয়া, এনটিটি ডকোমোর সঙ্গে ৫ জি নেটওয়ার্ক প্রসারে কাজ করবে মিডিয়াটেক।

মিডিয়াটেকের পক্ষ থেকে বলা হয়, কোথাও ৫জি নেটওয়ার্ক না থাকলে এই চিপসেট নিজে থেকেই অন্য নেটওয়ার্কে ফিরে যাবে। সর্বোচ্চ ৫ জিবিপিএস গতিতে তথ্য স্থানান্তর করতে পারবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব ছোট জায়গাতে এই চিপসেট তৈরি করা যাবে। এ কারণে ছোট আকারের স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে।