অ্যাডোবি ফটোশপ

অ্যাডোবি ফটোশপ
অ্যাডোবি ফটোশপ

যেকোনো চাকরিতে ভালো করার জন্য পেশাগত যোগ্যতার পাশাপাশি এখন থাকা চাই প্রযুক্তিগত দক্ষতা। কম সময়ে যেকোনো কাজ সারতে কিছু সফটওয়্যারের খুঁটিনাটি জানাটা বেশ গুরুত্বপূর্ণ। আর সেই সফটওয়্যারগুলোর কিছু কি-বোর্ড শর্টকাট বদলে দিতে পারে আপনার কাজের গতি। আজ থাকছে অ্যাডোবি ফটোশপের গুরুত্বপূর্ণ কি-বোর্ড শর্টকাট নিয়ে আয়োজন।
* অ্যাডোবি ফটোশপে যেকোনো ডিজাইন বানাতে হয় প্রতিটি লেয়ার ধরে। কয়েকটি লেয়ার মিলিয়ে বানানো হয় গোটা ডিজাইন ফ্রেম। সব লেয়ারকে একই লেয়ারে আনতে কি-বোর্ডের Ctrl + Shift + E বোতাম তিনটি ব্যবহার করতে পারেন। ম্যাকে Cmd + Shift + E

* কোনো ছবির চারপাশের ফাঁকা অংশ নির্বাচন করতে Ctrl + Shift + I এই কি-বোর্ড শর্টকাটটি বেশ সুবিধাজনক। ম্যাকে Cmd + Shift + I

* ফটোশপে ছবিতে ছোটখাটো পরিবর্তন আনতে ব্যবহার করা হয় ব্রাশ টুল। ব্রাশের আকার বড় করতে ‘]’ এবং ছোট করতে কি-বোর্ডের ‘[’ বোতাম ব্যবহার করতে পারেন। ম্যাকেও একই বোতাম ব্যবহার করা যাবে।

* নির্ধারিত অনুপাত না মেনেই ছবির আকার পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন Ctrl + T শর্টকাটটি। ম্যাকে Cmd + T

* কোনো ছবির ভেতরে ছায়া তৈরি করা বা ক্লিপিং মাস্ক ব্যবহার করতে চাইলে Ctrl + Alt + G এই কি-বোর্ড শর্টকাট বেশ কাজের। ম্যাকে Cmd + Opt + G

* ফটোশপে ত্রিমাত্রিক মডেল বানানোর কাজও কিন্তু করা যায়। সে ক্ষেত্রে মডেলগুলোর ফাইনাল আউটপুট রেন্ডার করানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন Alt + Shift + Ctrl + R বোতামগুলো। ম্যাকে Opt + Shift + Cmd + R

* ফটোশপে টেক্সট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে টেক্সট বাঁ, মাঝ বা ডান বরাবর অ্যালাইনের জন্য ক্রমান্বয়ে Ctrl + Shift + L (বা C বা R) শর্টকাটগুলো ব্যবহার করতে পারেন। বাঁয়ের জন্য L, মাঝের জন্য C এবং ডানের জন্য R বোতাম। ম্যাকে যথারীতি Ctrl-এর বদলে Cmd চাপতে হবে।

সূত্র: ক্রিয়েটিভ ব্লগ