বৈঠকি স্পিকার

কেবল পিসি বা স্মার্টফোন থেকে গান শোনা নয়; ছোট–বড় পরিসরের বৈঠকি কাজের উপযোগী তারহীন প্রযুক্তির একটি বহনযোগ্য স্পিকার দেশের বাজারে পাওয়া যাচ্ছে। জাবরা ব্র্যান্ডের এই স্পিকারে মিলবে উচ্চ মানের ওমনি ডিরেকশনাল মাইক্রোফোন এবং এইচডি ভয়েস সুবিধা।
৭১০ মডেলের এই স্পিকারটি আভায়া, সিসকো, স্কাইপের জন্য মানানসই। চাইলেই জুড়ে নেওয়া যায় কর্টানা, সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মতো অ্যাপ্লিকেশন। এটি দিয়ে সংযুক্ত যন্ত্র ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়। একক ও অনবদ্য লিংকিং সুবিধা থাকায় কেবল একটি স্পর্শেই দুটি স্পিকের মধ্যে সংযোগ স্থাপন করে এর কাভারেজ দ্বিগুণ করা যায়। অর্থাৎ এক স্পিকের মাধ্যমে যেখানে ৬ জন সংযুক্ত থাকতে পারতেন, তা ১২ জনে বৃদ্ধি পায়। আর একটি স্পিকারের তারহীন সংযোগসীমা ৫ মিটার পর্যন্ত।
দাম: ১৯ হাজার টাকা। বাংলাদেশের বাজারে স্পিকারটির ছেড়েছে টেক রিপাবলিক।