নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস

কম্পিউটার হোক বা স্মার্টফোন—এগুলোর নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস এখন লাগেই। দেশের বাজারে থাকা কিছু অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের খোঁজ থাকছে এখানে।


রিভ অ্যান্টিভাইরাস

‘রিভ ইন্টারনেট সিকিউরিটি’ একক ব্যবহারকারীর জন্য পাওয়া যাচ্ছে ১০৯৯ টাকায়। যার সঙ্গে ১টি মোবাইল সিকিউরিটি বিনা মূল্যে। রয়েছে ২, ৩, ৫ ও ১০ ব্যবহারকারীর লাইসেন্স। এ ছড়া রিভ টোটাল সিকিউরিটি একক ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে ১৪৫০ টাকায়।

রিভ অ্যান্টিভাইরাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জিত চ্যাটার্জি বলেন, ‘এই মুহূর্তে বাজারে একমাত্র বাংলাদেশি সাইবার নিরাপত্তা পণ্য রিভ অ্যান্টিভাইরাস। এর রয়েছে ২৪/৭ গ্রাহকসেবা। এজন্য ০১৮৪৪০৭৯১৮১ নম্বরে ফোন করলেই চলবে।

ই–স্ক্যান

ই-স্ক্যান অ্যান্টিভাইরাস বাংলাদেশে বাজারজাত করেছে ই-স্ক্যান বাংলাদেশ। একক ব্যবহারকারীর জন্য ই–স্ক্যানের দাম ১ হাজার ৫০ টাকা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘২০১৯ সালে ই-স্ক্যান অ্যান্টি ভাইরাসের সঙ্গে বিনা মূল্যে রয়েছে ১ বছরের ই-স্ক্যান মোবাইল সিকিউরিটি। এটি দিয়ে দূর থেকে হারানো বা চুরি যাওয়া মুঠোফোনকে লক করা যায়।’

ক্যাসপারস্কি

একজন ব্যবহারকারী ১ হাজার ৯৯ টাকায় পাবেন এবং তিনজন ব্যবহারকারীর জন্য দাম ২ হাজার ৯৯ টাকা।

ইসেট

একজন ব্যবহারকারীর জন্য ইসেট অ্যান্টিভাইরাসের স্মার্ট সিকিউরিটির দাম ১ হজার ৯৯ টাকা।

অ্যাভিরা

দুটি লাইসেন্স কি যুক্ত অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির দাম পড়ে ১ হাজার ৯৯ টাকা।

প্যান্ডা

একজন ব্যবহারকারীর জন্য পান্ডা ইন্টারনেট সিকিউরিটির দাম এক হাজার টাকা।


যা খেয়াল রাখবেন

● বেশির ভাগ অ্যান্টিভাইরাস ওয়েব থেকে সরাসরি হালনাগাদ করে নেওয়া যায়।

● অ্যান্টিভাইরাসের লাইসেন্স কি (নম্বর) সাবধানে রাখুন।

● পেনড্রাইভ বা এক্সটার্নাল হার্ডডিস্ক কম্পিউটারে ব্যবহারের সময় একটু ধৈর্য ধরে স্ক্যান করার সময় দিন।

● প্রতিবছর শেষে অ্যান্টিভাইরাস লাইসেন্স নবায়ন করে নিতে হয়।

● নিয়মিত অ্যান্টিভাইরাস হালানাগাদ করুন।

গ্রন্থনা: রাহিতুল ইসলাম