আইফোনের বাড়তি সুবিধা

অ্যাপলের আইফোন ব্যবহারকারীর কাছে আইফোন ব্যবহারের একটা প্রধান কারণ ফোনটির সহজ ব্যবহার। নির্মাতারা ফোনটির অপারেটিং সিস্টেম আইওএস এমনভাবে সাজিয়েছে, যেন যে কেউ সহজেই একে ব্যবহার করতে পারে। তবে নিত্য ব্যবহার্য আইফোনের বেশ কিছু সুবিধা রয়েছে, যা ফোনটির ব্যবহারকে আরও সহজ করে তুলতে পারে। চলুন জেনে নেওয়া যাক।

* সহজেই আইফোনের র‍্যাম খালি করতে পাওয়ার বা লক বাটনটি চেপে ধরুন যতক্ষণ না ‘স্লাইড টু পাওয়ার অফ’ আসছে। এরপর ফোনটি অফ করার বদলে হোম বাটন চেপে ধরুন কিছুক্ষণ। আইফোনটি স্বাভাবিকভাবে হোম স্ক্রিনে ফিরে গেলে হোম বাটন ছেড়ে দিন। ব্যস, হয়ে গেল র‍্যাম খালি। তবে এমনটা বারবার করবেন না যেন।

* সাফারি ব্রাউজারে একসঙ্গে সবগুলো ট্যাব মুছে ফেলতে নিচের বাঁ কোনায় ট্যাব বাটনটি চেপে ধরুন। সব ট্যাব বন্ধ করার অপশন চলে আসবে।

 * আবার সাম্প্রতিক মুছে ফেলা ট্যাব ফিরিয়ে আনতে সাফারির প্লাস বাটনটি চেপে ধরুন।

 * টাইপ করার সময় বাক্যের বিভিন্ন অংশে যেতে সেই অংশে চাপতে হয়। তবে চাইলে আইফোনের কি–বোর্ডের স্পেস বাটনটি চেপে রেখে যেকোনো দিকে নিলেও একই কাজটি করা যাবে।

* ক্যালকুলেটর ব্যবহারের সময় একটা ভুল সংখ্যা চাপলেই পুরো সংখ্যাই কেটে ফেলতে ‘সি’ বাটনটি চেপে। তবে একটি সংখ্যা কাটতে শুধু সংখ্যাটির ওপর বাঁ থেকে ডানে স্লাইড করুন। শেষ লেখা সংখ্যাটি কেটে যাবে। এভাবে ডায়াল প্যাডে একটা করে নম্বর মুছে ফেলা যাবে।

 * ল্যাপটপে কোনো ওয়েবসাইট ব্যবহারের সময় নির্দিষ্ট কোনো শব্দ খুঁজতে c*tr+F বা command+F বাটন চাপি। ওয়েবসাইটে নির্দিষ্ট শব্দ খোঁজার কাজটা সাফারিতে করা যাবে সাফারির ওয়েব ঠিকানা লেখার অংশে শব্দটি লিখুন। সাজেশনের একদম নিচেই পাওয়া যাবে ‘অন দিজ পেজ’ সুবিধাটি।

 * মেসেজে কোনো বার্তা ঠিক কোন সময় আদান-প্রদান হয়েছে, সেটি দেখতে ডান থেকে বাঁ স্লাইড করুন।