সাধ্যের মধ্যে নতুন আইপ্যাড

নতুন বছরে নতুন প্রযুক্তিপণ্য বাজারে আনে অ্যাপল। এ বছরের প্রথমার্ধেই আইপ্যাড মিনি ৫ বাজারে আনতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। তাইওয়ানের ডিজিটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বরে বাজারে এসেছিল আইপ্যাড মিনি। এরপর কম দামের আইপ্যাড সিরিজে কোনো আপডেট আসেনি। তবে গত বছর নতুন আইপ্যাড প্রো বাজারে ছাড়ে অ্যাপল। এ বছরে নতুন দুটি মডেলের আইপ্যাড বাজারে আসতে পারে। এর মধ্যে একটি হবে প্রচলিত মডেলের, আরেকটি হবে সাশ্রয়ী দামের আইপ্যাড মিনি। ইতিমধ্যেই এই দুই মডেলের টাচস্ক্রিন তৈরির কাজ শুরু হয়েছে। নতুন দুটি আইপ্যাডে নতুন কী ধরনের ফিচার থাকবে, তা জানা যায়নি। এর আগে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছিল, আইপ্যাড মিনি ৫-এ থাকবে হেডফোন জ্যাক আর ডুয়েল রিয়াল ক্যামেরা সেটআপ।

চায়না টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাডের নতুন সংস্করণ এ বছর দেখা যেতে পারে। এতে আরও পাতলা বেজেল থাকবে। এর মাপ হবে ১০ ইঞ্চি। এটি কম দামে বাজারে ছাড়তে পারে অ্যাপল।