নতুন ফোরজি ফোন

প্রিমো আরফাইভ প্লাস
প্রিমো আরফাইভ প্লাস

দেশের বাজারে ৩ জিবি র‍্যামের নতুন ফোরজি স্মার্টফোন ‘প্রিমো আরফাইভ প্লাস’ এনেছে ওয়ালটন। স্মার্টফোনটিতে রয়েছে বড় পর্দার ফুল ভিউ ডিসপ্লে, ফেস আনলকসহ অত্যাধুনিক সব ফিচার। 

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন আসা ফোনটি ‘আর’ সিরিজের ‘প্রিমো আরফাইভ’ মডেলের হালনাগাদ সংস্করণ। নতুন মডেলে বেশি র‍্যামসহ বেশ কিছু ফিচার বাড়ানো হয়েছে। এর ওজন ১৪৫ গ্রাম। ৮ দশমিক ৩ মিলিমিটার পাতলা ফোনটি নীল ও কালো রঙে বাজারে এসেছে।

আসিফুর রহমান জানান, ৫ দশমিক ৭২ ইঞ্চির পর্দার ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধুলা ও আঁচড়রোধী ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে ব্যবহৃত হয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচারসমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে রয়েছে সফট এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচারের বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। এর দাম ১০ হাজার ৯৯৯ টাকা।