ম্যাকবুকে কাচের কি-বোর্ড

কাচের কি–বোর্ডের পেটেন্ট করিয়েছে অ্যাপল।
কাচের কি–বোর্ডের পেটেন্ট করিয়েছে অ্যাপল।

গত বছরে নতুন কি–বোর্ড নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে। দ্বিতীয় প্রজন্মের বাটারফ্লাই কি–বোর্ডের ধুলো টানার প্রবণতা দেখা গিয়েছিল। ২০১৮ সালের ম্যাকবুক মডেলের সঙ্গে তৃতীয় প্রজন্মের নতুন কি–বোর্ড আনে অ্যাপল। পরবর্তী প্রজন্মের ম্যাকবুকের জন্য নতুন কি–বোর্ড নিয়ে কাজ করছে অ্যাপল।

সম্প্রতি এ নিয়ে একটি পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। ওই পেটেন্ট নতুন কি–বোর্ডের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে ওই কি–বোর্ড ধুলা টানবে না আর তা হবে কাচ দিয়ে তৈরি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট কাল্ট অব ম্যাকের তথ্য অনুযায়ী, পেটেন্ট আবেদনে গ্লাস কি–বোর্ডযুক্ত একটি নতুন ল্যাপটপের কথা বলা হয়। অর্থাৎ, প্রচলিত কি–বোর্ডের বদলে ম্যাকবুকে দ্বিতীয় টাচ স্ক্রিনযুক্ত কি–বোর্ড আনা হতে পারে। এ ছাড়া পেটেন্টে বিভিন্ন ধরনের কি–বোর্ড কারিগরির কথা বলেছে অ্যাপল, যা ম্যাকবুকে ব্যাপক পরিবর্তন আনতে পারে।

ওই পেটেন্ট আলোর মুখ দেখলে ল্যাপটপের সঙ্গে আসা কি–বোর্ড শুধু কি–বোর্ড হিসেবেই ব্যবহৃত হবে না, এতে কাস্টোমাইজ করার সুবিধা যুক্ত হবে।

এর আগে কি–বোর্ডের বিষয়টি অ্যাপলের জন্য দুর্বল জায়গা হিসেবে ধরা হলেও অ্যাপল তার দুর্বলতার জায়গাটিকে শক্ত করছে।