গোপন তথ্য আর রইল না গোপনে

স্যামসাং গ্যালাক্সি এস ১০
স্যামসাং গ্যালাক্সি এস ১০

স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বেড়ে গেছে। উদ্ভাবন, ফিচার আর কৌশলে কে কার চেয়ে এগিয়ে যেতে পারে, তা নিয়ে ফোন নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে এ প্রতিযোগিতা দেখা যায়। আগে নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার আগে তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে লুকানোর বিষয় ছিল। কিন্তু এখন তারা ভাবে প্রচারের প্রসার। অনেক আগেভাগেই নতুন স্মার্টফোন বাজারে আসার তারিখ বা নতুন স্মার্টফোন সম্পর্কে সবাইকে জানিয়ে দেয় প্রতিষ্ঠানগুলো। এ নিয়েও শুরু হয়েছে প্রতিযোগিতা।

২০ ফেব্রুয়ারি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ১০ বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ৮ মার্চ থেকে এ ফোন বাজারে আসবে। এখন আগেভাগেই ফোন বাজারে আসার তারিখ ঘোষণা করে দিয়েছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তাদের রিজারভেশন পেজে বলা হয়েছে, ‘আপনার জানেন, কি আসতে যাচ্ছে।’ স্যামসাং কাদের উদ্দশ্যে এ নিবেদন করেছে? এর আগে বিভিন্ন ফোন বাজারে আসার তথ্য ফাঁস করে বিখ্যাত হয়ে উঠেছে ‘ইভলিকস’, ‘রোনাল্ড কোয়ান্ডট’ নামের অ্যাকাউন্টগুলো।

এলজি থিংককিউ
এলজি থিংককিউ

স্যামসাংয়ের নতুন ফোনের কথা ঘোষণার পরই স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজি ঘোষণা দেবে ‘জি ৮ থিংককিউ’ নামের নতুন স্মার্টফোন। এ ফোনটির বিষয়েও আগেভাগেই তথ্য জানিয়েছে এলজি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ফোনটির বেশ কিছু ফিচার সম্পর্কেও জানিয়েছে তারা। ফোনটিতে ক্রিস্টাল সাউন্ড ওএলইডি ডিসপ্লে, কোয়াড-ডিএসি অডিও সিস্টেম, থ্রিডি ফ্রন্ট ক্যামেরা ও ফেস আনলকের মতো ফিচার থাকবে। প্রযুক্তি বিশ্বে এলজি তাদের নতুন পণ্যের ফিচার সম্পর্কে রাখঢাক করতে পছন্দ করে না। তারা মনে করে, এতে গ্রাহক ও ক্রেতাদের মধ্যে উৎসাহ বাড়ে। তারা এ সম্পর্কে জানতে পারে।

অন্যদের মধ্যে চীনা মোবাইল ফোন নির্মাতা ভিভো তাদের নতুন ফোন সম্পর্কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার আগেই সে সম্পর্কে গ্রাহকদের আকৃষ্ট করতে ফোনে কী আছে, তা জানাতে চাইছে প্রতিষ্ঠানটি। ভারত ও ইউরোপের বাজার ধরার চেষ্টা করছে ভিভো। তাদের ‘অল স্ক্রিন’ অভিজ্ঞতা দেওয়ার নতুন ফোন সম্পর্কে জোরেশোরেই প্রচার শুরু করেছে ভিভো। চীনা প্রতিষ্ঠানগুলো শুরুতে চীনের বাজারে নতুন স্মার্টফোনের ঘোষণা দেয়। এর কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে তা জানানোর চেষ্টা করে। এর আগে ‘ভিউ ২০’ ফোনের ক্ষেত্রেও এ রকম ঘটনা ঘটিয়েছে ‘অনার’।

শাওমি মি৯
শাওমি মি৯

অবশ্য, কোন ফোন বাজারে আসবে, তা নিয়ে অনেকেই শোরগোল করলেও এখনো প্রথা ভাঙেনি অ্যাপল। নতুন আইফোন বাজারে আসার আগ পর্যন্ত বিভিন্ন সূত্রে তথ্য ফাঁস হলেও অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায় না। তবে, চীনা অ্যাপল খ্যাত শাওমি আবার লুকোচুরি পছন্দ করে না। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তারা নতুন পণ্য নিয়ে অনেক বেশি সক্রিয় থাকে। শাওমির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ওয়াং শিয়াং যেমন ২৪ ফেব্রুয়ারি হলোগ্রাফিক প্রযুক্তির ‘মি৯’ এর ঘোষণা টুইটারেই দিয়ে দিয়েছেন।

সাধারণত কোনো ফোন বাজারে ছাড়ার আগে তা লুকানোর চেষ্টা করে সফল হতে পারে না প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন সূত্র ধরে ওই ফোন সম্পর্কিত তথ্য ক্রেতাদের কাছে পৌঁছে যায়। মার্কেটিং, বিক্রয় সহযোগী, পর্যালোচনাকারী ও যাঁরা ফোন কিনতে প্রভাব রাখেন তাদের কাছে আগেই ফোনের তথ্য দিতে হয় প্রতিষ্ঠানগুলোকে। হুয়াওয়ের পি ২০ লাইটের ক্ষেত্রেও তাই হয়েছে। ফোন বাজারে আসার আগেই সে সম্পর্কে জানা গেলে ক্রেতারা উৎসাহী হন। তখন ফোন ঘোষণার অনুষ্ঠান উৎসবে পরিণত হয়।