আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতার অ্যাপ

আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি ও প্রতিরোধের লক্ষ্য স্টেয়িং অ্যালাইভ নামের একটি অ্যাপ তৈরি করেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষক আয়েশা সিদ্দিকা তত্ত্বাবধানে তিনজন তরুণ শিক্ষার্থী আবু সাইদ, আব্দুল কাইয়ুম ও তানজিলা শেখ তাদের কম্পিউটার প্রকৌশল শেষ বর্ষের প্রকল্প হিসেবে অ্যাপটি তৈরি করেন। 

এর নির্মাতারা বলেন, যাঁরা নিজের ক্ষতির চেষ্টা করেন তাদের ভাবনা থেকে মুক্ত করা জরুরি। তাদের তৈরি স্টেয়িং অ্যালাইভ অ্যাপটি প্রশ্ন উত্তরের মাধ্যমে আক্রান্তদের থেকে তথ্য সংগ্রহ করে করে এবং সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তাদের কাউন্সেলিং বা পরামর্শ দেয়। আত্মহত্যা প্রতিরোধ ও এ নিয়ে সচেতনতা বাড়াতে এটি তৈরি করা হয়েছে। এতে সচেতনতামূলক নানা তথ্য যুক্ত করা হয়েছে। অ্যাপ থেকে সাহায্য চেয়ে ন্যাশনাল হেল্প লাইন (৯৯৯) থেকেও সাহায্য পাওয়া যাবে।