জাপানে আইক্যানের অনুষ্ঠানে বাংলাদেশের ইনোভেডিয়াস

আইক্যানের ফোরামে অংশ নিয়েছে দেশি প্রতিষ্ঠান ইনোভেডিয়াস। ছবি: সংগৃহীত
আইক্যানের ফোরামে অংশ নিয়েছে দেশি প্রতিষ্ঠান ইনোভেডিয়াস। ছবি: সংগৃহীত

‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ইন্টারনেট’ নামের ডোমেইন ব্যবস্থাপনার আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের (আইসিএএনএন বা আইক্যান) চলমান অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশ নিয়েছে ডোমেইন অ্যাক্রেডিটেড রেজিস্ট্রার প্রাইভেট লিমিটেড। আইক্যান কর্তৃক আয়োজিত আইক্যান ৬৪ কমিউনিটি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে জাপানের কোবে সিটিতে। ৯ মার্চ থেকে শুরু হওয়া এ ফোরাম শেষ হচ্ছে আজ ১৪ মার্চ।

আইক্যানের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে উপস্থিত হয়েছে ডোমেইন রেজিস্ট্রার, রেজিস্ট্রি, ইন্টারনেট সিকিউরিটি ও আইক্যান বোর্ড সদস্যরা। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ইনোভেডিয়াস।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান বলেন, প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এ আয়োজনে অংশ নিয়েছে ইনোভেডিয়াস। দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি দেশের বাইরেও কাজ শুরু হয়েছে। ইনোভেডিয়াস ‘রেজিস্ট্রো’ নামে ডোমেইন সেবা দিচ্ছে। এ আয়োজনে অন্য দেশের ডোমেইন রেজিস্ট্রার, রেজিস্ট্রি, ইন্টারনেট সিকিউরিটি ও আইক্যান বোর্ডদের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে।