প্রদর্শনীতে উদ্ভাবনী বাইক বুলেভার্ড এম ১৮০০

বুলেভার্ড এম ১৮০০
বুলেভার্ড এম ১৮০০

রাজধানীতে চলমান ঢাকা বাইক শোতে জাপানের বিখ্যাত সুজুকির উদ্ভাবনী বাইক বুলেভার্ড এম ১৮০০ প্রদর্শন করছে দেশীয় র‍্যানকন মোটরবাইকস। লিকুইড কুলড ও ডাবল ডিস্ক ফিচারের বাইকটির ইঞ্জিন ১৭৮৩ সিসি।

ঢাকার বসুন্ধরা এলাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই বাইক শো। এ বাইক প্রদর্শনীতে বুলেভার্ড এম ১৮০০ মডেলের পাশাপাশি সুজুকির সম্প্রতি বাজারে আসা তিনটি বাইক প্রদর্শন করছে র‍্যানকন মোটরবাইকস।

র‍্যানকন মোটরবাইকসের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম বলেন, র‍্যানকন মোটরবাইকস লিমিটেড পাঁচ বছর ধরে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ ধারাবাহিকতায় বাজারে নতুন তিন মডেল বাইক আনা হয়েছে।

সম্প্রতি বাজারে সুজুকি হায়াতে ১১০, সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ ও সুজুকি জিএসএক্সআর ১৫০ নামের নতুন তিনটি সুজুকি মোটরবাইকের ঘোষণা দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।