ল্যাপটপ পেলেন রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ীরা

২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী দলের হাতে ল্যাপটপ তুলে দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত
২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী দলের হাতে ল্যাপটপ তুলে দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী দলের সদস্যরা সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ল্যাপটপ পেয়েছেন। সম্প্রতি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন।

২০১৮ সালের ডিসেম্বর মাসে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ দল। সেখানে একটি স্বর্ণপদকসহ কয়েকটি বিভাগে পুরস্কার জেতে।

প্রতিমন্ত্রী বলেন, প্রথমবার রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে স্বর্ণপদক জেতায় ওই দলের সদস্যদের অভিনন্দন। থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ সালের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠানে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন লাফিফা জামাল ও বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক রেদওয়ান ফেরদৌস।