পয়লা বৈশাখে ডেটার ব্যবহার বেড়েছে ৭৩%

বিশেষ বিশেষ দিনে দেশে ডেটার ব্যবহার বাড়ছে। বাংলা নববর্ষের প্রথম দিনে গত বছরের তুলনায় এবার ডেটার ব্যবহার ৭৩ শতাংশ বেড়েছে। মোবাইল অপারেটর গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছরের পয়লা বৈশাখে ৭৩ শতাংশ বেশি ডেটা ব্যবহার করেছেন গ্রাহকেরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট ও লাইভ ভিডিও শেয়ারের কারণেই এত ডেটা ব্যবহৃত হয়েছে। তাদের তথ্য গ্রামীণফোনের নেটওয়ার্ক গ্রাহকের ভিত্তিতে পাওয়া।

গ্রামীণফোন তাদের বিজ্ঞপ্তিতে জানায়, পয়লা বৈশাখে ভয়েস ও ডেটা সেবায় শক্তিশালী কাভারেজ নিশ্চিত করতে বিভিন্ন স্থানে নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি করেছিল গ্রামীণফোন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ অন্যান্য এলাকা অন্তর্ভুক্ত ছিল।

গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, উৎসবের দিনগুলোয় নেটওয়ার্কে চাপ সৃষ্টি হয়। গ্রাহকদের সেবা বজায় রাখতে আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাখা হয়।

সম্প্রতি দেশের প্রথম অপারেটর হিসেবে এক কোটি ফোরজি গ্রাহকের মাইলফলক ছোঁয়ার দাবি করে গ্রামীণফোন।