চুমু খেলে সেলফি ওঠে

পিক্সেল ৩ স্মার্টফোন
পিক্সেল ৩ স্মার্টফোন

স্মার্টফোনে এখন নানা সুবিধা যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের নানা ব্যবহার। গুগল তাদের পিক্সেল স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা অ্যাপে যুক্ত করছে মজার ফিচার। পিক্সেল ৩ স্মার্টফোনের ক্যামেরা অ্যাপে ফটোবুথ মোড যুক্ত করছে গুগল, যা দম্পতি বা কোনো গ্রুপের সেলফি তুলতে সাহায্য করবে।

গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, ফটোবুথ মোডে ঢুকে শাটারে ক্লিক করলে ক্যামেরা স্থির হলে স্বয়ংক্রিয় সেলফি তুলবে স্মার্টফোন। ছবির বিষয়বস্তুর নড়াচড়া খেয়াল করার পাশাপাশি ব্যক্তির চোখ খোলা না বন্ধ, তাও খেয়াল করে তারপর ছবি তুলবে স্মার্ট ক্যামেরা। ফটোবুথ মোডের মধ্যেই রয়েছে চুমু খাওয়ার বিষয়টি শনাক্ত করার ফিচার।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, চুমু খাওয়ার বিষয়টি শনাক্ত করতে পারে গুগলের বুদ্ধিমান ক্যামেরা। প্রিয়জনকে চুমু খেলে তা শনাক্ত করে স্বয়ংক্রিয় সেলফি উঠবে ফটোবুথ মোডে। চুমু খাওয়ার সময় অভিব্যক্তিগুলো শনাক্ত করতে নানা গবেষণা করেছে গুগল। এগুলো তাদের ক্যামেরা সিস্টেমে যুক্ত করেছে।