শেষ হলো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলার সমাপনী দিনে পুরস্কার বিজয়ী ও অতিথিরা। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: সংগৃহীত
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলার সমাপনী দিনে পুরস্কার বিজয়ী ও অতিথিরা। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: সংগৃহীত

ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা ২০১৯-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেলার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, মাসিক বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম।

অনুষ্ঠানের শুরুতেই ফুল ও স্মারক দিয়ে শুভেচ্ছা জানানো হয় আমন্ত্রিত অতিথিদের। শুভেচ্ছা বক্তব্যে আবু হেনা মোরশেদ বলেন, ‘বড় হতে হলে বিনয়ী হতে হয়। আমরা এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুধু বিজ্ঞানে দক্ষ নয়, প্রযুক্তিতে পারদর্শী নয় বরং পূর্ণাঙ্গ মানু হিসেবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে মো. মোস্তফা খায়ের ভবিষ্যতে দেশের কিশোর-কিশোরীদের বিজ্ঞানচর্চায় সহযোগিতা করার জন্য এ ধরনের আরও শিক্ষামূলক আয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

আগামী দিনের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জের বিষয়ে আব্দুল কাইয়ুম বলেন, ‘ভবিষ্যতে রোবট ব্যবহার করে নতুন শিল্পবিপ্লব তৈরি হবে। তবে সেই বিপ্লবে সবচেয়ে বড় অবদান রাখবে বিজ্ঞানীরা। তাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের বিজ্ঞানচর্চা করতে হবে। প্রতিনিয়ত সারা বিশ্বের বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে নিজেদের সমানতালে এগিয়ে নিতে হবে।’

তিন দিনব্যাপী এই আয়োজনে ঢাকার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রথমবারের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় এই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা। সমাপনী পর্বের শেষ অংশে বিজয়ী ৮৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

২৭ এপ্রিল ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয় প্রথম আন্তস্কুল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা ২০১৯। মেলার ২৬টি প্রতিযোগিতায় অংশ নেয় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এই আয়োজনের ম্যাগাজিন পার্টনার ছিল বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।